উপকরণ
- মাংস -- ৫০০ গ্রাম
- ভাজ খোলা পেঁয়াজ -- ১ কাপ
- মাখন -- ৩ টেবিল চামচ
- রসুন বাটা-- ২ টেবিল চামচ
- আদা -- ২ টেবিল চামচ
- ময়দা -- ৪ টেবিল চামচ
- ডিমের সাদা অংশ -- ২টি
- সয়াবিন তেল-- পরিমান মতো
- টমেটো সস -- ৩ টেবিল চামচ
- চিলি সস -- ৩ টেবিল চামচ
- ওয়েস্টার সস -- ২ টেবিল চামচ
- সয়াসস -- ২ চা চামচ
- গোল মরিচ গুড়া -- স্বাদ মতো
- লবণ -- স্বাদ মতো
- কাঁচামরিচ -- ৭/৮টি
প্রণালি
মাংস আঙ্গুলের মতো লম্বা করে কেটে নিন। আগের দিন আদা/রসুন বাটা দিয়ে মাংস মেখে নরমাল ফ্রিজে রেখে দিন।
মাংসের সাথে লবণ, ডিমের সাদা অংশ ও ময়দা মেখে ডুবো তেলে ভেজে নিন। মাঝারি থেকে কম আঁচে মাংস ভাজবেন যেনো মাংস ঠিকমতো সেদ্ধ হয়। কড়াইয়ে ২টেবিল চামচ তেল গরম করে ভেজে ভেজে রাখা মাংস , কাঁচামরিচ ও খোলা পেঁয়াজ কিছুক্ষণ ভাজুন। এবার সব সস ও গোল মরিচ গুড়া দিয়ে নামিয়ে নিন
লোহার কড়াই গ্যাসের চুলায় ৩০ মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে চামচ দিয়ে মাখন/বাটার মাখিয়ে তারউপর মাংসের মিশ্রণ ঢেলে দিন। মাংস ঢালার পর দেখবেন ছ্যাঁত করে একটা শব্দ হচ্ছে এবং ধোঁয়া বেরুচ্ছে। এটাই হলো সিজলিং।