উপকরণ
- গরুর পায়া-- ১ কেজি
- পেঁয়াজ কুচি-- ১ কাপ
- আদা কুচি-- ২ টেবিল চামচ
- হলুদ গুঁড়া-- আধা চা-চামচ
- মরিচ গুঁড়া-- ১ চা-চামচ
- রসুন কুচি-- ২ চা চামচ
- বড় ও ছোট এলাচ-- ৭-৮টা
- শাহি জিরা বাটা-- ১ চা-চামচ
- গোলমরিচ গুঁড়া -১ চা-চামচ
- দারচিনি/তেজপাতা-- ২-৩ টা
- লবণ-- স্বাদমতো
- বাদাম বাটা-- ১ টেবিল চামচ
- পানি-- ৭-৮ কাপ
- তেল-- পরিমানমতো
প্রণালি
তেলে পেঁয়াজ ভেজে সব মসলা কষিয়ে গরুর পায়া দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিতে হবে। অল্প আঁচে ৫-৬ ঘণ্টা সেদ্ধ করতে হবে।
** ভাত অথবা নানরুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।