উপকরণ
- 
	
ক্রাস্টের জন্য
 - দেড় কাপ ডাইজেস্টিভ বিস্কুট গুঁড়া করা
 - আধা কাপ মাখন টুকরা করা
 - ফিলিংয়ের জন্য
 - এক কাপ মিহি দানার চিনি
 - তিন কাপ ঘন দই
 - দুই কাপ পনির (ক্রীম চিজ জাতীয়)
 - দেড় কাপ পানি
 - ১০ গ্রাম চায়না গ্রাস
 - এক কাপ আম চটকানো
 - ২ টেঃ চামচ ভ্যানিলা এসেন্স
 
প্রণালি
- ক্রাস্ট তৈরি
 
- বিস্কুট মিহি গুঁড়া করে বড় বোলে নিন। মাখন দিয়ে ভালোভাবে মেখে নিন।
 - চ্যাপটা প্যানে মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে ফ্রিজে রেখে দিন আধা ঘন্টা।
 - ফিলিং তৈরি
 - চায়না গ্রাস ছোট টুকরা করে দেড় কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সসপ্যানে দিয়ে চায়না গ্র্যাস গলিয়ে নিন, তবে যেন না ফোটে।
 - ব্লেন্ডার বা ফুড প্রসেসরে পনির ও দই ঘন করে মিশিয়ে নিন।
 - এবার আরেকটি পাত্রে অল্প আঁচে চটকানো আম রাখুন। এটি যেন ফুটতে শুরু না করে। এর মধ্যে চায়না গ্রাস মিশিয়ে নিন। মাঝেমধ্যে নেড়ে দিন। এবার এটি দই-পনিরের মিশ্রণে মেলান।
 - এতে চিনি ও ভ্যানিলা নির্যাস মিলিয়ে ভালোভাবে বিট করে নিন।
 - ক্রাস্টের ওপর সমানভাবে ছড়িয়ে এটি আবার ফ্রিজে রাখুন তিন-চার ঘণ্টা। হয়ে গেল চিজকেক।
 - গ্লেজ তৈরি
 - সব উপকরণ সসপ্যানে নিয়ে মাঝারি আঁচে চুলায় রাখুন।
 - ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে তিন-চার মিনিট রাখুন।
 - নামিয়ে ঠাণ্ডা করে নিন।
 - এই মিশ্রণকে চিজকেকের ওপর ছড়িয়ে দিন।
 - দুই তিনঘন্টা এভাবে রেখে দিন।
 - এরপর কেটে পরিবেশন করুন।