অল-বিডি-রেসিপি
ক্যাটাগরি
ব্লগ
নতুন রেসিপি
জনপ্রিয় রেসিপি
সার্চ করুন
অল-বিডি-রেসিপি
×
শেয়ার করুন
কাঁকরোল ভাজি
ভাজি
কাঁকরোল ভাজি
উপকরণ
কচি কাঁকরোল: ৬ টি
লবণ: পরিমাণমতো
হলুদ গুঁড়া: ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি: ২ টেঃ চামচ
কাঁচা মরিচ ফালি: ২-৩ টি
তেল: ভাজার জন্য
প্রণালি
কাঁকরোল চিরে হলুদ, লবণ ও অল্প পানি দিয়ে সিদ্ধ করতে হবে।
১/২ কাপ তেল গরম করে কাঁকরোল ভাজতে হবে।
কাঁকরোল ভাজার তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে কাঁকরোলের উপরে ছড়িয়ে দিতে হবে।
শেয়ার করুন
অন্যান্য ভাজি রেসিপি
সবুজ ধুন্দল ভাজি
পেয়াজ কলি আলু বেগুন ভাজি
মিষ্টি কুমড়া ভাজি
কাঁকরোল ভাজি
কাঁকরোলে পুর ভাজা
পুর ভরা পটল ভাজা
শিম আলুর ভাজি
ঢেঁড়স ভাজি