উপকরণ
- দুধ-- ৩ লিটার
- চাল-- ১/২ কাপ
- গুড়-- ২ কাপ
- এলাচ-- ৫-৬টি
- দারচিনি-- ২ টুকরা
- তেজপাতা-- ২-৩টি
- ভাজা সেমাই-- ২ টে চামচ
- বাদাম কুচি-- ইচ্ছামতো
প্রণালি
চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রাখুন। কিছুটা দুধে গুড় গুলিয়ে ছেঁকে রাখুন। আস্ত তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে দুধ জ্বাল করুন। দুধ যখন অর্ধেক হবে তখন চাল দিন। চাল ফুটে গেলে গুড় দিন। ঘন হয়ে আসলে নামিয়ে নিন।
** সারভিং ডিশে ঢেলে উপরে পেস্তা কুচি দিয়ে গারনিশ করে পরিবেশন করুন দারুন মজার খেজুর গুড়ের পায়েস।