উপকরণ
- লম্বা সেমাই ১ প্যাকেট,
- গাজর কুচি সেদ্ধ ১ কাপ,
- দারচিনি ৩/৪ টুকরা,
- এলাচের গুড়ো ৩/৪টা,
- ঘি ১ টেবিল চামচ,
- ঘন দুধ দেড় লিটার,
- চিনি পরিমান মত। কিসমিস,
- পেস্তা বাদাম পরিমাণ মত।
প্রণালি
হাড়িতে ঘি গরম করে সেমাই, গাজর ভেজে নিয়ে দুধ দিন, এলাচ, দারচিনি, কিসমিস দিন। সেমাই সেদ্ধ হলে চিনি ও এক চিমটি লবণ দিন। ঘন হয়ে এলে নামিয়ে পেস্তা বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করুন।