মাওয়া ঘাটের ইলিশ ভর্তা

ভর্তা

মাওয়া ঘাটের ইলিশ ভর্তা
মাওয়া ঘাটের ইলিশ ভর্তা

উপকরণ

  • ইলিশের লেজ নিতে হবে তিনটা
  • পেয়াজ গোল গোল করে এক কাপ কেটে নিতে হবে
  • শুকনো মরিচ পাঁচ ছয়টি
  • লবণ স্বাদ মত
  • হলুদ এক চা চামচ
  • সর্ষে তেল এক টেবিল চামচ
  • সয়াবিন তেল দুই টেবিল চামচ

প্রণালী

  • প্রথমে মাছের লেজা গুলো ছুরি দিয়ে কেচিয়ে নিতে হবে।
  • এবার একটা পাত্রে মাছ নিয়ে এর ভিতর সামান্য লবণ দিয়ে দিতে হবে।
  • তারপর এর ভিতর সামান্য হলুদ দিয়ে এটা মেখে নিতে হবে।
  • এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে।
  • এবার এর ভিতর শুকনো ঝাল দিয়ে দিতে হবে।
  • তারপর ঝালগুলো মচমচে করে ভেজে নিতে হবে।
  • এবার এর ভিতর সরিষার তেল ও সয়াবিন তেল একসাথে দিয়ে দিতে হবে।
  • এখন ইলিশ মাছের লেজগুলো এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এবার মাছগুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
  • এখন মাছগুলো নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
  • তারপর ঠান্ডা করে মাছের কাটাগুলো বেছে নিতে হবে।
  • এবার একটা পাত্রে শুকনো ঝাল গুলো নিয়ে নিতে হবে।
  • এরপর এর ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে।
  • এখন মরিচগুলো ভালো করে কচলিয়ে গুড়ো করে নিতে হবে।
  • এবার এর ভিতর পেয়াজগুলো দিয়ে দিতে হবে।
  • এখন পেয়াজ ও ঝালগুলো একসাথে মেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  • এবার কাটা ছাড়ানো মাছগুলো এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এরপর হাত দিয়ে সবগুলো উপাদান ভালোভাবে মেখে মিশিয়ে দিতে হবে।
  • এরপর ভাজা মাছের অবশিষ্ট তেল এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এবার পেয়াজ ও মাছের সাথে ভালোভাবে তেল ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে।
  • এটা আপনি ঘরে বসে তৈরী করে মাওয়া ঘাটের স্বাদ পেতে পারেন।
  • তাহলে আর দেরি না করে এখন থেকে ঘরেই এই রেসিপি তৈরী করুন এবং মাওয়া ঘাটের ভর্তার স্বাদ নিন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter