উপকরণ
- ইনস্ট্যান্ট নুডুলস-- ১ প্যাকেট
- প্যাকেট স্যূপ-- ১ প্যাঃ
- ম্যাগি মাসালা-- ১ প্যাকেট
- অলিভ অয়েল-- ২ চা চামচ
- গরম পানি-- ২ কাপ
প্রণালী
একটি বাটিতে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে প্যাকেটের গুড়ো স্যূপ গুলিয়ে রাখুন। পানি ফুটাতে দিন। এই ফাঁকে প্যাকেটের নুডুলস ও মসলা খুলে স্যূপের মধ্যে ঢেলে রাখুন। পানি ফুটে উঠলে নুডুলসের বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে দিন।
** নুডুলস সেদ্ধ হয়ে গেলে উপরে অলিভ অয়েল ছড়িয়ে পরিবেশন করুন।
নোটসঃ
** আপনি চাইলে এই স্যূপের বিভিন্ন ভেরিয়েশন আনতে পারেন। সেদ্ধ সবজি, চিকেন, শ্রিম্প, সেদ্ধ বেবি কর্ণ, কাঁচামরিচ, মাশরুম ইত্যাদি এড করতে পারেন। তবে এভাবে খেতেও কোনো অংশে কম সুস্বাদু নয়। বিশেষ করে আপনার সন্তানের জন্যে এটাই পারফেক্ট স্যূপ নুডুলস।