উপকরণ

  • সজনে ডাঁটা
  • পেয়াজ কুচি
  • রসুন বাটা
  • কাঁচা মরিচ
  • সর্ষে বাটা
  • লবন
  • হলুদ
  • জিরার গুড়া
  • ও তেল।

প্রণালী

প্রথমে সজনে ডাঁটা গুলো লবনও হলুদ ,পানি দিয়ে একটু ভাব দিয়ে নিন তারপর পানি ঝড়িয়ে নিন। এবার একে একে পেয়াজ, কাঁচা মরিচ, ও রসুন বাটা দিয়ে তেল ঢেলে দিন ও ভেজে নিন । তারপর সর্ষে বাটা ও জিরার গুড়ো একখানে মিশিয়ে নিন পানি দিয়ে ও ঢেলে নিন প্যানে তারপর নাড়াচাড়া করে লবন, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। এবার সজনে ডাঁটা যে গুলো ভাব দিয়ে রেখেছি সেগুলো ঢেলে দিনও পানি দিয়ে সিদ্দ করতে দিন ৩-৪ মিনিটের জন্য ঢাকনা দিয়ে। তারপর ঢাকনা তুলো নিন ও ভেজে নিন পানি শুকিয়ে আসলে দেখে নিন সিদ্দ হয়েছে কিনা । সিদ্দ হলে নামিয়ে নিন ও পরিবেশন করুন



শেয়ার করুন
Facebook Google+ Twitter