স্ট্রবেরি সন্দেশ

ডেজার্ট

স্ট্রবেরি সন্দেশ
স্ট্রবেরি সন্দেশ

উপকরণ

  • এক কাপ স্ট্রবেরি পাল্প
  • দুই কাপ স্কিমড মিল্কের ছানা
  • স্বাদমতো চিনি
  • এক চা চামচ সুজি

প্রণালী

১) একটি পাত্রে ছানা নিয়ে ভাল করে পিষে নিন। তবে খেয়াল রাখবেন যাতে ছানায় কোনও ঢেলা না থাকে।
২) এরপর তার সঙ্গে স্ট্রবেরি পাল্প, সুজি ও চিনি ভাল করে মিশিয়ে নিন।
৩) তারপর ছানার মিশ্রণটি একটি কৌটোয় ভরে প্রেশার কুকারে রেখে দিন। তিনটি সিটি দিয়ে নামিয়ে নিন।
৪) এরপর একদম ঠান্ডা হলে ছয় ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
৫) সন্দেশটি একদম সেট হয়ে গেলে তারপর আপনার পছন্দমতো কেটে নিয়ে বা চ্যাপ্টা করে বানিয়ে পরিবেশন করুন।
৬) এক একটা সন্দেশের উপর স্লাইস করে কাটা স্ট্রবেরি দিয়েও পরিবেশন করতে পারেন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter