উপকরণ
- ময়দা ২ কাপ
- তেল বা বাটার অয়েল ২ টেবিল চামচ
- মাখার জন্য প্রয়োজনমতো দুধ
- লবণ ১ চিমটি
- খাওয়ার সোডা ১ চিমটি
প্রণালি
ময়দার লবণ, খাওয়ার সোডা, বাটার অয়েল বা তেল দিয়ে ময়ান করে নিতে হবে। এবার দুধ দিয়ে ভালোভাবে ময়দা মেখে লেচি কেটে নিন। ছোট রুটির মতো গোল করে বেলে নিয়ে ডোবা তেলে ভেজে পরিবেশন করুন।