উপকরণ
- গুঁড়ো দুধ ১ কাপ
- বাটার অয়েল আধা কাপ
- পানি ২ কাপ
- পেস্তা বাদাম এক টেবিল চামচ
- পাউরুটি কিউব করে বাটা ২ কাপ
- চিনি ১ কাপ
- স্টাভরি রেড ১ চা চামচ
- তবক ২ পিস
- গোলাপজল ১ চা চামচ
- এলাচ গুঁড়া হাফ চা চামচ
- বাদাম কুচি ১ টেবিল চামচ
প্রণালি
পাউরুটি কিউব করে কেটে বাটার অয়েল দিয়ে ভেজে নিন। অন্য পাত্রে ২ কাপ পানি ও চিনি দিয়ে জ্বাল দিন। সাথে স্টাভারি রেড কালার অবশ্যই দিতে হবে। এই সিরায় ভাজা রুটিগুলো দিয়ে অনবরত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে ডিসে ঢেলে পেস্তাবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। পেস্তা বাদাম দেওয়ার আগে তবক দিন।