উপকরণ
- টকদই-- ১/২ কাপ
- মেয়োনেজ-- ১/৪ কাপ
- ভিনেগার-- ১ টে চামচ
- টমাটো সস-- ১/৪ কাপ
- গোলমরিচ গুঁড়া-- স্বাদমতো
- অলিভ অয়েল-- ৩-৪ টে চামচ
- চিনি, লবণ--- স্বাদমতো
প্রণালি
সব উপকরণ একসাথে ব্লেন্ডারে মসৃণ করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে মজাদার এই সস বা ড্রেসিং।
**স্ন্যাকসের সাথে পরিবেশন করুন অথবা সালাদ ড্রেসিং হিসাবেও ইউজ করতে পারেন।
নোটসঃ
ভিনেগার দেয়াতে এই সস নরমাল ফ্রিজে রেখে ১৫ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।