উপকরণ

  • দুধ দুই লিটার
  •  সেমাই এক কাপ
  • চিনি আধা কাপ
  • কনডেন্সমিল্ক এক কাপ
  •  এলাচ ও দারচিনি ৩-৪টি
  • ঘি এক চা চামচ
  • বাদাম কুচি ও কিসমিস পছন্দমতো

প্রনাল

প্রথমে দুধ মৃদু আঁচে রেখে এলাচ আর দারচিনিসহ জ্বাল দিয়ে ঘন করে ফেলুন। এরপর চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। আরেকটি পাত্রে ঘি ঢালুন। এর মধ্যে সেমাই দিয়ে অল্প আঁচে লাল লাল করে ভেজে নিন। বেশি ভাজবেন না। এতে স্বাদ নষ্ট হবে।> এখন তৈরি করা দুধের মালাইয়ের সঙ্গে সেমাই মিশিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে রাখুন। নামিয়ে ঠান্ডা করলে দেখবেন সেমাই ঘন হয়ে যাবে। এরপর বাদাম কুচি ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter