মাছের বিরেন

ননভেজ

মাছের বিরেন
মাছের বিরেন

উপকরণ

  • শোল মাছঃ দেড় - দুই কেজি ওজনের
  • পেঁয়াজ কুচিঃ কাপ
  • পেঁয়াজ বাটাঃ কাপ
  • রসুন বাটাঃ টেঃ চামচ
  • আদা বাটাঃ চা চামচ
  • লবনঃ পরিমাণমতো
  • হলুদঃ চা চামচ
  • মরিচ গুঁড়াঃ চা চামচ
  • জিরা গুঁড়াঃ চা চামচ
  • ধনে গুঁড়াঃ চা চামচ
  • তেজপাতাঃ টা
  • তেলঃ / কাপ
  • কাঁচা মরিচ (আস্ত): -১০ টি
  • নারকেল দুধঃ কাপ
  • চিনিঃ চা চামচ

প্রণালি

  • প্রথমে শোল মাছ কেটে,ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিবো।
  • মাছে লবণ, হলুদ মেখে মাঝারি আঁচে তেল ভেজে নিবো (কড়া ভাজি হবে না)
  • মাছ তেল থেকে উঠিয়ে রাখবো। এবার তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বেরেস্তা করে উঠিয়ে নিবো।
  • এবার তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিবো।
  • মশলা ভাজবো,ভাজা হলে সামান্য পানি দিবো।
  • বাকি গুঁড়া মশলা দিবো। আবার মশলা ভাজবো, ভাজা হলে নারকেল দুধ দিবো।
  • নারকেল দুধ ফুটে উঠলে ভাজা মাছের টুকরা আর তেজপাতা দিবো। মাঝারি আঁচে রান্না করবো।
  • বেশ গা মাখা হয়ে তরকারির তেল ফুটে উঠলে কাঁচা মরিচ, চিনি দিবো।
  • / মিনিট পর অর্ধেক বেরেস্তা দিবো। ঢেকে রান্না করবো আবারো / মিনিট।
  • এবার নামানোর আগে বাকি বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিবো।



শেয়ার করুন
Facebook Google+ Twitter