উপকরণ
- হিমসাগর আম: ২টি
- চিনি: প্রয়োজন মতো
- টক দই: ১ কাপ
- এলাচ গুঁড়ো: আধ চা চামচ
- গোলাপ জল: কয়েক ফোঁটা
- বরফ কুচি: প্রয়োজন মতো
- লবণ: এক চিমটে
প্রণালি
খোসা ছাড়িয়ে আঁটি বাদ দিয়ে আমের শাঁস বের করে নিন।
মিক্সারে আমের শাঁস, বরফ কুচি, টক দই, নুন, চিনি আর এলাচ গুঁড়ো এক সঙ্গে মিহি করে বেটে নিন।
এ বার পরিবেশন করার গ্লাসে আমের লস্যি ঢেলে উপর থেকে কয়েক ফোঁটা গোলাপ জল ঢেলে ভাল করে মিশিয়ে নিন।
ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন আমের লস্যি।