উপকরণ
- পাকা আম-১টা
- দুধ-১/২ গ্লাস
- বরফ কিউব
- দই-১/৪ কাপ
- মধু-১ টেবিল চামচ
প্রণালি
আম, দুধ, বরফ, দই ও মধু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।
যখন মিহি হয়ে মিশে ঘন হয়ে যাবে তখন গ্লাসে ঢেলে ওপরে বরফ দিয়ে পরিবেশন করুন।
আম, দুধ, বরফ, দই ও মধু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।
যখন মিহি হয়ে মিশে ঘন হয়ে যাবে তখন গ্লাসে ঢেলে ওপরে বরফ দিয়ে পরিবেশন করুন।