পটল ডিমের একটি মজাদার রেসিপি

ডিম

পটল ডিমের একটি মজাদার রেসিপি
পটল ডিমের একটি মজাদার রেসিপি

উপকরণ

  • পটল ছয় থেকে সাতটি মাঝ থেকে কেটে নিতে হবে।
  • ডিম প্রয়োজন মত,
  • আলু বড় সাইজের দুইটি,
  • টমেটো একটি ,
  • , আদা রসুন বাটা, হলুদ গুড়া, গরম মশলা বাটা, পেয়াজ বাটা , পরিমাণ মত লবণ।

প্রণালী

  • প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিতে হবে।
  • এরপর প্যান গরম হলে এর ভিতর তেল দিয়ে দিতে হবে।
  • এবার এর ভিতর সামান্য তেল দিতে হবে ।
  • তারপর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিতে হবে ।
  • এখন তেলের ভিতর সিদ্ধ করা ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে।
  • এবার ডিমগুলো ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে।
  • আলুগুলো তুলে ঐতেলের ভিতর পরিমাণ মত আলু কেটে এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে।
  • এবার এর ভিতর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ ও লবণ।
  • এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
  • এবার আলু ভাজা তেলের ভিতর পরিমাণ মত পটল দিয়ে দিতে হবে।
  • এখন এর ভিতর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিতে হবে।
  • এরপর পটল ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
  • এখন প্যানের ভিতর আরো দুই থেকে তিন চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে।
  • এরপর তেলটা গরম হয়ে আসলে এর ভিতর সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিতে হবে।
  • তারপর এর ভিতর দু্ইটি পেয়াজ বাটা দিয়ে দিতে হবে।
  • এরপর এর ভিতর আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিতে হবে।
  • এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাচা গন্ধ কেটে যায়।
  • এরপর এর ভিতর একটা টমেটো কেটে পিস করে কেটে এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এখন মশলার সাথে টমেটো ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  • এরপর এর ভিতর এক চা চামচ কাচা মরিচ বাটা দিয়ে দিতে হবে।
  • এরপর এর ভিতর এক চা চামচ লাল মরিচের গুড়া দিতে হবে।
  • এবার এর ভিতর এক চা চামচ জিরা ও ধনে গুড়া দিয়ে দিতে হবে।
  • এরপর এর ভিতর এক চা চামচ হলুদের গুড়া দিয়ে দিতে হবে।
  • এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে।
  • এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে।
  • এবার এর ভিতর আলু ও পটল ভাজি দিয়ে দিতে হবে।
  • এখন মশলার সাথে আলু ও পটল ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
  • এরপর এর ভিতর পরিমাণ মত পানি দিয়ে দিতে হবে।
  • এবার এর ভিতর স্বাদ মত লবণ দিয়ে দিতে হবে।
  • এখন এর ভিতর এর ভিতর ডিমগুলো দিয়ে দিতে হবে।
  • এবার ডিমগুলো সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে।
  • এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা ৩-৪ মিনিট জ্বাল দিতে হবে।
  • তিন থেকে চার মিনিট জ্বাল দিয়ে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিতে হবে।
  • তারপর এর ভিতর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।
  • এবার এর ভিতর এক চা চামচ গরম মশলার গুড়া দিয়ে নেড়ে দিতে হবে।
  • এখন তরকারির স্বাদ একবার চেক করে নামিয়ে নিতে হবে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter