কাশ্মীরি গোশত

মাটন

কাশ্মীরি গোশত
কাশ্মীরি গোশত

উপকরণ

  • খাসির মাংস- কেজি,
  • পেঁয়াজবাটা-২০০গ্রাম,
  • টক দই-৪০০গ্রাম,
  • লঙ্কাগুঁড়ো-২চামচ,
  • পোস্তবাটা-৬চামচ,
  • আখরোটবাটা-/২কাপ,
  • জাফরান-/২চামচ,
  • দুধ- চামচ
  • ঘি-১২৫গ্রাম,
  • লবন-পরিমান মত

প্রণালি

প্রথমে খাসির মাংস টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে রাখুন জাফরান দুধে ভিজিয়ে রাখুন দই ফেটান মাংসে পেঁয়াজ, অর্ধেক ঘি, লবন ফেটানো দই মিশিয়ে ঘন্টা ভিজিয়ে রাখুন

এবার নরম আঁচে মাংস-মাখা বসিয়ে সেদ্ধ করুন সেদ্ধ হলে পোস্ত, আখরোটবাটা দুধ- জাফরান ঢেলে বাকি ঘি দিয়ে নাড়াচাড়া করে রঙ ধরলে নামান পরটা/লুচির সাথে গরম গরম পরিবেশন করুন

 



শেয়ার করুন
Facebook Google+ Twitter