গরুর ভুনা চাপ

বীফ

গরুর ভুনা চাপ
গরুর ভুনা চাপ

উপকরণ

চাপের মাংস ১ কেজি আদা,বাটা ১ টে. চা.
দই / কাপ এলাচ ৪ টি
ধনে,বাটা ১ চা. চা. দারচিনি.২সে.মি ৩ টুকরা
জিরা,বাটা ১ চা. চা. লবঙ্গ ২ টি
রসুন,বাটা / চা. চা. গোলমরিচ,বাটা / চা. চা.
লবণ ১ চা. চা. মরিচ,বাটা ১ চা. চা.
তেল বা ঘি / কাপ ধনে,বাটা ১ টে. চা.
পেঁয়াজ মিহিকুচি ২ টে. চা. পেঁয়াজ,বাটা ৩ টে.চা.
রসুন,কোষ ৪ টি লেবু ১ টি

প্রণালি

  •  দই ১ চা চামচ ধনে.১ চা চামচ জিরা,মিহিকুচি ২ কোষ রসুন ও লবণ মাংসে মেখে আন্দাজমতো পানি দিয়ে মৃদু আঁচে সিদ্ধ কর।
  •  তেলে পেঁয়াজ,রসুন,আদা এবং গরম মসলা দিয়ে ভাজ। বাটা মসলা দিয়ে মৃদু আঁচে ৪-৫মিনিট ভাজ। মাংস দিয়ে কষাও। নেড়ে মাংস উল্টে দিয়ে মৃদু আঁচে রান্না কর।
  •  লেবুর রস দাও। তেলের উপরে উঠে ভুনা হলে নামাও।



শেয়ার করুন
Facebook Google+ Twitter