উপকরণ
- চিংড়ি মাছ-- ১/২ কাপ
- পুঁইশাক -- ৪০০ গ্রাম
- পিয়াজ কুচি-- ৫-৬টি
- হলুদ-মরিচ-ধনে-জিরা গুড়া-- ১ চা চামচ করে
- আদা-রসুন বাটা-- ১/২ চা চামচ করে
- কাঁচামরিচ-- ৫-৬টা
- তেল-লবন-- পরিমানমতো
প্রণালি
প্যানে তেল গরম করে পিয়াজ কুচি ভেজে অল্প পানি দিয়ে সব মসলা ও লবন দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে চিংড়ি মাছ ও শাক মিশিয়ে ঢাকনা দিয়ে দিন। শাক মিলিয়ে আসলে ঢাকনা খুলে দিন। কাঁচামরিচ দিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন।
** সাদা ভাতের সাথে পরিবেশন করুন।