জিরা দিয়ে ইলিশের হালকা ঝোল

ইলিশ

জিরা দিয়ে ইলিশের হালকা ঝোল
জিরা দিয়ে ইলিশের হালকা ঝোল

উপকরণ

  • ইলিশ মাছ ৫ টুকরো
  • জিরা গুঁড়া ২ চামচ
  • হলুদ গুঁড়া ১.৫ চামচ
  • সরিষার তেল ১০০ মিলি
  • কাঁচা মরিচ চেরা-৫ থেকে ৬টা
  • লবণ ২ চামচ
  • শুকনো মরিচ গুঁড়া সামান্য।

প্রণালী

মাছ ভালো করে ধুয়ে জিরা গুঁড়া, হলুদ, লবণ, কাঁচা মরিচ, সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইতে মাছ আর ওই মিশ্রণ দিয়ে দিন। পুরো রান্না কিন্তু মাঝারি আঁচে হবে।

এবার সামান্য মরিচ গুঁড়া ছড়িয়ে ঢেকে রাখুন ৫ মিনিট। ঢাকনা খুলে এক কাপ গরম পানি দিন। আবার ঢেকে রেখে ৮ মিনিটের মতো রান্না করুন।

 

ব্যাস রেডি ইলিশ মাছের জিরা দিয়ে ঝোল। ইলিশ মাছের এই রান্না করতে সময় লাগে মাত্র ১৫ মিনিট।



শেয়ার করুন
Facebook Google+ Twitter