উপকরণ

  • এঁচোড়১৫০ গ্রাম
  • চাল১০০ গ্রাম
  • ঘি১০০ গ্রাম অথবা সাদা তেল
  • তেজপাতা  — /৩টি 
  • ছোট এলাচ/৫টি 
  • দারচিনি/৫টি টুকরো
  • লবন/৫টি  
  • কিসমিস১৫/২০টি
  • কাজুবাদাম/১০টি
  • নুন, মিষ্টিআন্দাজমতন    

প্রণালি

  1. এঁচোড় ছোট টুকরো করে সিদ্ধ করে রাখুন।
  2. ঘি গরম হলে তেজপাতা দিন। এলাচ, দারচিনি,  লবন থেঁতো করে দিন।
  3. চাল দিন।
  4. সামান্য নাড়াচাড়া করে জল দিন।
  5. নুন, মিষ্টি বাদাম, কিসমিস  দিন।
  6. চাল আধসিদ্ধ হয়ে এলে এঁচোড় দিন।
  7. ভাত ঝরঝরে হয়ে গেলে নামান।



শেয়ার করুন
Facebook Google+ Twitter