পোড়া রসুন ভর্তা

ভর্তা

পোড়া রসুন ভর্তা
পোড়া রসুন ভর্তা

উপকরণ

  • এক কোয়া রসুন ১৫টি,
  • শুকনামরিচ ৬টি,
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
  • সরিষার তেল ১ চা চামচ,
  • ধনেপাতা কুচি ১ চা চামচ,
  • লবণ পরিমাণমতো।

প্রণালি

  • রসুনের কোয়া ছিলে অল্প আঁচে তেল ছাড়া তাওয়ায় ভাজতে থাকুন।
  • পোড়া পোড়া হয়ে এলে নামিয়ে নিন।
  • পেঁয়াজ ও শুকনামরিচ অল্প তেলে ভেজে নিন।
  • এবার পোড়া রসুন, ভাজা পেঁয়াজ, শুকনামরিচ ও লবণ পাটায় বেটে সরিষার তেল ও ধনেপাতা দিয়ে মেখে ভর্তা তৈরি করুন।
  • শুকনামরিচের পরিবর্তে কাঁচামরিচ দিয়েও ভর্তা তৈরি করতে পারেন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter