রাশিয়ান সালাদ

সালাদ

রাশিয়ান সালাদ
রাশিয়ান সালাদ

উপকরণ

  • মেয়নেজঃ ১কাপ(চাইলে ভেজিটেবলস মেয়নেজ দিতে পারেন বা পরিমাপ কমিয়ে দিন)
  • ক্রিমঃ ১/২কাপ
  • গোল মরিচের গুড়োঃ ১চা চামচ বা ইচ্ছেমত
  • গুড়ো চিনিঃ ২ টেবিলচামচ বা স্বাদমত
  • লবন স্বাদমত
  •  
  • উপরের সব উপকরন ভাল মত ফেটে মিশিয়ে ফ্লাফি বানিয়ে নিন।
     

প্রণালি

আলু কিউব ঃ ২কাপ( সিদ্ধ করে নেয়া)
গাজর কিউবঃ ১কাপ( সিদ্ধ করে নেয়া)
মটরশুটিঃ ১কাপ( সিদ্ধ করে নেয়া)
আপেল কুঁচিঃ ১কাপ
আনারস, আঙ্গুর, কলা (কিউব করে কাটা) ঃ ইচ্ছেমত
ডিম সিদ্ধ কিউবঃ ২টি
একটি বড় বাটিতে উপরের সব উপকরন মিশিয়ে নিন।

এখন বানানো ক্রিম দিয়ে মিশিয়ে নিন।

পরিবেশনের পাত্রে ঢেলে ১ ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

 



শেয়ার করুন
Facebook Google+ Twitter