বাহারি বেগুন

পূজা

বাহারি বেগুন
বাহারি বেগুন

উপকরণ

বেগুন, হলুদ, চিনি, বেসন, হলুদ, মরিচ, তেল, লবণ।

প্রণালি

একটি বেগুন চার ফালি করে কাটতে হবে। বোঁটাসহ বেগুন কাটতে হবে। হলুদ, সামান্য চিনি ও পরিমাণমতো লবণ মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর একটি বাটিতে বেসন, হলুদ, মরিচ, তেল, লবণ ও চিনি দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। ওই পেস্টের মধ্যে এই বেগুন দিয়ে ডুবোতেলে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে বাহারি বেগুন তৈরি হয়ে গেল।



শেয়ার করুন
Facebook Google+ Twitter