উপকরণ

  • মুরগির মাংসের কিমাঃ / কেজি
  • সেদ্ধ আলুঃ টি
  • গোলমরিচ গুঁড়াঃ চা চামচ
  • গরম মশলাঃ চা চামচ
  • কাঁচামরিচ, কুচি করাঃ টি
  • আদা বাটাঃ চা চামচ
  • ডিমঃ টি
  • ব্রেডক্রাম্বঃ কাপ
  • তেলঃ ভাজার জন্য পরিমাণমতো
  • লবণঃ স্বাদ অনুযায়ী।

প্রনালি

প্রথমে একটি বাটিতে মুরগির মাংস সেদ্ধ আলু একসঙ্গে মিশিয়ে নিন।

এবার এতে আদা বাটা, কাঁচামরিচ কুচি, গরম মসলা, গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এবার মিশ্রণটি হাতে নিয়ে ছোট কয়েকটি কাটলেটের মতো তৈরি করে নিন।

এরপর কাটলেটগুলো ডিমে ভিজিয়ে ব্রেডকাম লাগিয়ে নিন।

এখন ডুবো তেলে বাদামি করে কাটলেটগুলো ভেজে নিন।

১০ মিনিট পর প্লেটে তুলে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু চিকেন কাটলেট।



শেয়ার করুন
Facebook Google+ Twitter