ডাল-বাধাকপি ভাজি

ডাল

ডাল-বাধাকপি ভাজি
ডাল-বাধাকপি ভাজি

উপকরণ

  • বাধাকপি কুচি-- ১টির অর্ধেক
  • কাঁচা টমাটো-- ২টি
  • ডাল-- ১/২ কাপ
  • গাছ-পিয়াজ কুচি-- ৪-৫টি
  • (না থাকলে, পিয়াজ কুচি)
  • রসুন থ্যাতো করা-- আস্ত ১টি
  • হলুদ গুঁড়া-- সামান্য
  • জিরা গুঁড়া-- ১ চা চামচ
  • কালিজিরা-- দেড় চা চামচ
  • শুকনামরিচ-- ২টি
  • তেজপাতা-- ২টি
  • কাঁচামরিচ ফালি-- ৮-১০টি
  • লবণ-- স্বাদমতো
  • তেল-- পরিমাণমতো

প্রণালি

ডাল ধুয়ে ভিজিয়ে রাখুন। বাধাকপি একটু মোটা করে কুচি করে নিন। টমাটো পাতলা পাতলা করে টুকরা করে নিন।

প্যানে তেল গরম করে কালিজিরা, শুকনামরিচ ও তেজপাতা ফোঁড়ন দিয়ে রসুন ভেজে নিন। রসুন হালকা বাদামি হলে টমাটো ও বাধাকপি কুচি দিন। গুঁড়া মসলা ও লবণ মিশিয়ে ঢাকনা দিয়ে দিন। বাধাকপি প্রায় সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ, পিয়াজ ও পানি ঝরানো ডাল মিশিয়ে দিন। ঢাকনা দেবেন না। ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে-চেড়ে রান্না করুন। ডাল সেদ্ধ হবে কিন্তু গলবেনা। তেল ছেড়ে আসলে নামিয়ে ফেলুন।

** গরম ভাতের সাথে পরিবেশন করুন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter