উপকরণ

  • গরু বা খাসির মাংসের কিমা
  • বুটের ডালের সিদ্ধ বাটা
  • গরম মসলা
  • টক দই
  • রুটি, টোস্ট বিস্কুট
  • ডিম, পুদিনা ধনেপাতা

প্রনালি

বুটের ডালের পেস্ট, গরম মসলা, টক দই, রুটি, টোস্ট বিস্কুট একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর পুদিনা ধনেপাতা বেটে পেস্ট করে সব একসঙ্গে মেশাতে হবে। মেশানোর পরে সবকিছু এক করে খামিরের মতো করতে হবে। মেশানোর পর গোল গোল করে রাখতে হবে। ডিম ভেঙে তার মধ্যে গোল উপকরণটি ডুবিয়ে নিয়ে ডুবাতেলে ভাজতে হবে। তৈরি হয়ে যাবে জালি কাবাব।



শেয়ার করুন
Facebook Google+ Twitter