উপকরণ

  • সুজি।
  • পেঁয়াজ ১টা কুচিয়ে কাটা।
  • কাঁচা লঙ্কা ১টা মাঝ বরাবর কাটা।
  • আদা ১ ইঞ্চি।
  • গাজর, বিনস, ক্যাপসিকাম, টম্যাটো, মটরশুঁটি।
  • কারি পাতা ৮-১০ টা।
  • গোটা সরিষা অল্প।
  • নুন, চিনি প্রয়োজনমতো।
  • ভেজিটেবিল অয়েল ১ চা-চামচ।
  • ঘি।

প্রণালী

  • প্রথমে একটি ননস্টিক প্যানে সুজি ভালো করে রোস্ট করে নিন।সুজি হাল্কা সোনালি রঙের হয়ে গেলে নামিয়ে নিন।
  • এবার প্যানে তেল গরম করে তাতে গোটা সরিষা ও কারিপাতা দিন।
  • এবার কুচোনো পেঁয়াজ তেলে ছাড়ুন ও সামান্য ভেজে নিন।
  • পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হয়ে এলে, গ্রেট করা আদাটা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার কুচিয়ে কেটে রাখা সব সবজি ও লঙ্কা দিয়ে দিন।
  • ২-৩ মিনিট সমস্ত কিছু একটু রান্না করে স্বাদমতো নুন আর চিনি দিয়ে প্যানটা ঢাকা দিয়ে দিন। কোনও ভাবেই জল দিয়ে সবজি সেদ্ধ করবেন না। ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ হবে।
  • সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হতে যতটুকু সময় নেবে, তার মধ্যে আপনি অন্য একটা পাত্রে জল গরম করে নিন।
  • সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এবার সুজি, মটরশুঁটি ও গরম জলটা দিয়ে দিন। সুজির উপমা বানানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জলের পরিমাণ।জল বেশি হলে উপমা মণ্ড-র মতো হয়ে যাবে। কিন্তু জলের পরিমাণ ঠিক থাকলে বেশ ঝুরঝুরেই থাকবে। জল দিয়ে সুজি সেদ্ধ না হওয়া পর্যন্ত আরেকটু রান্না করুন।
  • শেষে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম খেতে দিন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter