কোয়েলের ডিমে বাসমতী পোলাও

পোলাও

কোয়েলের ডিমে বাসমতী পোলাও
কোয়েলের ডিমে বাসমতী পোলাও

উপকরণ

  • কোয়েলের ডিম ২ ডজন,
  • বাসমতী চাল ২৫০ গ্রাম,
  • পেঁয়াজকুচি ১/২ কাপ,
  • রসুনবাটা ১ চা-চামচ,
  • আদাবাটা ১/২ চা-চামচ,
  • ক্যাপসিকাম ১ টেবিল চামচ,
  • কাঁচামরিচ ফালি ৬/৭টা,
  • হলুদের গুঁড়া ১/২ চা-চামচ,
  • মরিচের গুঁড়া ১ চা-চামচ,
  • তেল ৬ টেবিল চামচ,
  • পেঁয়াজ কলি ১ টেবিল চামচ,
  • লবণ ১ চা-চামচ।

প্রণালী

প্রথমে কোয়েলের ডিম সেদ্ধ করে তা খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার প্যানে তেল গরম করে তাতে কোয়েলের সেদ্ধ ডিমগুলো দিয়ে তা ভালোমতো নেড়েচেড়ে তাতে একে একে পেঁয়াজকুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদাবাটা, রসুনবাটা, ক্যাপসিকাম, কাঁচামরিচ ফালি, লবণ দিয়ে ভালোমতো কষিয়ে নাও। এর পাশাপাশি হাঁড়িতে ফোটানো পানিতে বাসমতী চালের সঙ্গে লবণ দিয়ে চাল ৮০% সেদ্ধ করে পানি ঝরিয়ে নাও। এবার কষানো ডিমের হাঁড়িতে পানি ঝরানো ভাত দিয়ে খুব ভালোভাবে উল্টেপাল্টে মিশিয়ে নিতে হবে। ৫-১০ মিনিট অল্প আঁচে দমে রেখে গরম গরম পরিবেশন করো।



শেয়ার করুন
Facebook Google+ Twitter